জনতার কলম ওয়েবডেস্ক := কর্ণাটক বিধানসভা নির্বাচনের পূর্বে এবার জেডি(এস) ও কংগ্রেসকে একযোগে নিশানা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি কর্ণাটকবাসীদের স্পষ্ট করে দিয়েছেন, জেডি(এস)-কে ভোট দেওয়া মানেই কংগ্রেসকে ভোট দেওয়া। কর্ণাটকে কংগ্রেস ক্ষমতায় এলে রাজ্যে সর্বকালের উচ্চ দুর্নীতি, তুষ্টির রাজনীতি, পারিবারিক রাজনীতি এবং দাঙ্গা হবে বলে দাবি করেছেন অমিত শাহ।তিনি কর্ণাটকের সার্বিক উন্নয়নের জন্য বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।