Site icon janatar kalam

কুখ্যাত ড্রাগস কারবারি আটক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ১০২ গ্রাম হেরোইন ভর্তি আটটি সাবানের বাক্স সহ সোমবার কুখ্যাত ড্রাগস পাচারকারী নজরুল ইসলামকে আটক করে ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলস। ধৃত নজরুল ইসলামের বাড়ি আসামের করিমগঞ্জ জেলার বাজারিছড়া এলাকায়। কদমতলা থানাধীন কালাগাঙ্গেরপাড় গ্রাম পঞ্চায়েতের ৫নং ওয়ার্ড় এলাকার বাসিন্দা জাকির হোসেন আলী আহমেদ তফাদার এর বাড়ির সামনে থেকে,গোপন খবরের ভিত্তিতে যৌথ অভিযানে ত্রিপুরা পুলিশ ও আসাম রাইফেলসের ২৯ ব্যাটালিয়ান তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

Exit mobile version