Site icon janatar kalam

নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ উদ্ধার হাওড়া নদীর জলে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বাড়ি থেকে নিখোঁজ হওয়া যুবকের মৃতদেহ অবশেষে উদ্ধার হাওড়া নদীর জলে। মৃত যুবকের নাম দীপঙ্কর ঘোষ। বয়স ২৬ বছর। গত ৬ই এপ্রিল থেকে নিখোঁজ ছিল দীপঙ্কর। এনিয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। কোন সুফল নেই। এর মধ্যেই বুধবার সকালে হাওড়া নদীর জলে ভাসমান অবস্থায় উদ্ধার হয় দীপঙ্করের মৃতদেহ। ঘটনা রাজধানী আগরতলা শহরতলী প্রতাপগড় ব্রিজের নিচে। জানা যায় প্রতাপগড় সুকান্তপল্লী এলাকার বাসিন্দা দীপঙ্কর ঘোষ গত ৬ তারিখ রাতের বেলা থেকে নিখোঁজ হয়ে যায়। বহু জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে শেষ পর্যন্ত পরিবারের লোকজন দ্বারস্ত হয় মহারাজগঞ্জে ফাঁড়ি ও পূর্ব থানার। পরিবারের লোকদের অভিযোগ মূলে কাশিপুর এলাকার যুবক কৃষ্ণ ঘোষ নামে দীপঙ্করের এক বন্ধুকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করলেও পরবর্তী সময় তাকে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যেই হাওড়া নদীর জলে ভাসমান অবস্থায় উদ্ধার দীপংকরের মৃতদেহ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে প্রাথমিক তদন্তের শেষে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালের মর্গে পাঠায়। নিখোঁজ যুবকের মৃতদেহ নদী থেকে ভাসমান অবস্থায় উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। তবে পরিবারের লোকদের অভিযোগ দীপঙ্করকে পরিকল্পিতভাবে হত্যা করে খুন করা হয়েছে। আর এর সাথে যুক্ত রয়েছে তারই বন্ধু কৃষ্ণ ঘোষ। পুলিশের ভূমিকাও সন্দেহের উর্ধ্বে নয়। পুলিশ যথা সময়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করার ফলেই অকালে প্রাণ দিতে হলো দীপঙ্করকে।

Exit mobile version