জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মিথ্যা অভিযোগের ভিত্তিতে এক যুবককে থানায় নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন পুলিশের। এমনই অভিযোগ এবার উঠলো রাজধানী আগরতলার পূর্ব থানার পুলিশের বিরুদ্ধে। আহত যুবক নিউটন দেববর্মা বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, আজ থেকে এক মাস আগে লাল বাহাদুর চৌমুনী এলাকার বেশ কয়েকজন যুবক একত্র হয়ে নেশা কারবারের সাথে যুক্ত থাকার অভিযোগেএক যুবককে আটক করে। পরবর্তী সময়ে পূর্ব থানার পুলিশের সহযোগিতায় আটক যুবকের বাড়িতে তল্লাশি জ্বালিয়ে বেশ কিছু পরিমাণ নেশা সামগ্রী সহ অন্যান্য অবৈধ সামগ্রী উদ্ধার করে। এই ঘটনার প্রায় একমাস বাদে সোমবার রাতে লাল বাহাদুর হরিজন কলোনী এলাকা থেকে চুরির অভিযোগের ভিত্তিতে সন্দেহভাজন ভাবে এক যুবককে থানায় তুলে নিয়ে যায় পুলিশ। আটক যুবকের নাম নিউটন দেববর্মা। অভিযোগ গত একমাস পূর্বের ঘটনায় যার বাড়িতে পুলিশের উপস্থিতিতে অভিযান চালিয়ে নেশা সামগ্রী উদ্ধার করা হয় সেই বাড়ি থেকে নাকি একটি স্বর্ণের চেইন চুরি হয়। আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ নিউটনকে জিজ্ঞাসাবাদের নামে থানায় তুলে নিয়ে গিয়ে অমানবিক নির্যাতন চালায় বলে অভিযোগ। এতে গুরুতর আহত হয়ে পড়েন নিউটন। তার শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন। সোমবার সকালে তার পরিবারের লোকজন তাকে থানা থেকে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা। এই ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য দেখা দেয় লাল বাহাদুর চৌমনী এলাকায়।