Site icon janatar kalam

নিজের জমিতেই মাটি কাটাকে কেন্দ্র করে সঙ্ঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নিজের জমিতেই মাটি কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী পরিবারের লোকজনদের সঙ্ঘবদ্ধ আক্রমণে গুরুতর আহত এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনা লেফুঙ্গা থানার অন্তর্গত লক্ষীপাড়া এলাকায়। রক্তাক্ত যুবক সঞ্জু দাস বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত হলেন আরো কয়েকজন। ঘটনার বিবরণে জানা যায় রবিবার নিজের বাড়িতেই মাটি কাটছিলেন এলাকার এই বাসিন্দা যুবক সঞ্জু দাস। তখন মাটি কাটার সময় আচমকা প্রতিবেশী মধুসাহার নেতৃত্বে কয়েকজন সঙ্ঘবদ্ধভাবে কাঁচের বোতল দিয়ে সঞ্জুর মাথায় আঘাত করে। এতে গুরুতর আহত হয়ে পড়ে সে। তার চিৎকারে বাড়ির লোকজন ছুটে এলে আক্রমণকারীরা তাদেরকেও মারধর করে বলে অভিযোগ। পরে রক্তাক্ত অবস্থায় সঞ্জুকে পরিবারের লোকজন উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন সঞ্জু। এই ঘটনায় অভিযুক্ত মধু সাহা সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে লেফুঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবকের পরিবারের লোকজন। কিন্তু অভিযোগ মূলে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

Exit mobile version