Site icon janatar kalam

২৫ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৩০ কেজি গাঁজা সহ প্রচুর পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করেছে মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার এয়ারপোর্ট থানাধীন নরসিংগড় বগাদি এলাকায় মিঠুন দেবনাথের বাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাঁজা উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক ২৫ লক্ষ টাকা হবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিক। বর্তমানে পলাতক রয়েছে বাড়ির মালিক মিঠুন দেবনাথ। তাকে গ্রেফতারের উদ্দেশ্যে জোর তল্লাশি চালিয়েছে এস ডি পি ও পারমিতা পান্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী।

Exit mobile version