জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্তরক্ষী বাহিনীর ১৩৩ নং শ্রীনগর কোম্পানি কমান্ডেন্ট এবং সোনামুড়া থানার অন্তর্গত পুলিশ ও টিএসআরের যৌথ অভিযানে সীমান্ত গ্রাম দুর্গাপুর 2 নং ওয়ার্ড থেকে তাজা কার্তুজ সহ ২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনায় আটক করা হয়েছে আব্দুল সাত্তার, পিতা আলী আকবর নামে এক ব্যক্তিকে। ঘটনার বিবরণ জানিয়ে সোনামুড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক মানিক দেবনাথ জানান, গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এবং সোনামুড়া থানার পুলিশ অফিসার শুভঙ্কর দেববর্মার নেতৃত্বে যৌথ অভিযান চালায় গতকাল রাত থেকে ধৃত ব্যক্তির বাড়ির চারপাশ ঘেরাও করে রাখা হয় বুধবার সকালে তার বাড়িতে তল্লাশি চালিয়ে 27 কেজি গাঁজা এবং পিস্তল কার্তুজ সহ অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে কোর্টে সোপার্দ করা হবে রিমান্ডের জন্য।