Site icon janatar kalam

আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগারসহ পিস্তল উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- একটি গাড়ি, পিস্তল ২ রাউন্ড গুলি সহ আড়াই লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে পুলিশ।গ্রেফতার করেছে সানি সাহা নামে এক অভিযুক্তকে। চুরি ছিনতাই ও নেশা কারবারীদের বিরুদ্ধে অভিযানের ধারাবাহিকতা বজায় রাখতে গিয়ে আবারো বড় ধরনের সাফল্য পেল আগরতলা শহরের পুলিশ। নেশা বিরোধী অভিযানের সূত্র ধরে আটক আরও এক নেশা কারবারি। একই সাথে পুলিশ উদ্ধার করল দুই রাউন্ড তাজা গুলি সহ একটি পিস্তল। ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার রাতে সদরের এসডিপিও অজয় কুমার দাসের নেতৃত্বে পূর্ব থানার পুলিশ রাজধানীর রাম ঠাকুর সংঘ এলাকায় অভিযানে নামে। সেখানে জনৈক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ বেশ কিছু পরিমাণ ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা উদ্ধার করে। শুধু তাই নয় অভিযানকালে পুলিশ ২ রাউন্ড তাজা গুলি সহ নাইন এমএম একটি পিস্তল ও এরটিগা গাড়িও উদ্ধার করতে সক্ষম হয়। একই সাথে সানি সাহা নামে এক যুবককেও আটক করে পুলিশ। শুক্রবার ধৃত যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চালিয়ে আদালতে তোলা হয়। পূর্ব থানায় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সদরের এসডিপি ওঅজয় কুমার দাস।নেশা বিরোধী অভিযানে শুধু রাজ্য পুলিশ নয় বিএসএফ এর গোয়েন্দা শাখাও একই সঙ্গে অভিযান চালিয়েছে। পুলিশের গোয়েন্দা শাখা সক্রিয়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। খুব শীঘ্রই নেশা বাণিজ্যের সাথে জড়িত রাঘব বোয়ালদের হদিশ পাওয়া যাবে বলে ধারণা করছে পুলিশ।

Exit mobile version