Site icon janatar kalam

নেশা সামগ্রী সহ ৫৬ লক্ষ টাকা উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গোপন খবরের ভিত্তিতে বুধবার ভোররাতে মোহনপুর গোপালনগর এলাকার রবীন্দ্রপল্লীর এক বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করল বিভিন্ন নেশা সামগ্রী সহ প্রচুর পরিমাণ নগদ অর্থ। একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হয় বাড়ির মালিক অমৃত পালকে। শুধু তাই নয়, নেশা কারবারের সাথে যুক্ত থাকা একটি মারুতি গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। এদিন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সব্যসাচীনাথের নেতৃত্বে সিধাই থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক জয়ন্ত মালাকার ও বিশাল পুলিশ টিম অভিযান চালায় অমৃত পাল এর বাড়িতে। অভিযানে পুলিশ ৩০ কেজি শুকনো গাজা, ৮০০ ইয়াবা ট্যাবলেট, বেশ কিছু পরিমাণ ফেন্সিডিল বাজেয়াপ্ত করে। এছাড়াও এই বাড়ি থেকে উদ্ধার করা হয় নগদ ৫৬ লক্ষ টাকা। পুলিশ ধৃতের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট মামলা হাতে নেয়। সাতসকালে পুলিশের এই সাফল্যকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল্য দেখা দেয়।

Exit mobile version