জনতার কলম ত্রিপুরা কল্যাণপুর প্রতিনিধিঃ- দুঃসাহসিক কায়দায় চুরি সংঘটিত হলো কল্যাণপুরে। চোরের দল কল্যাণপুর রামঠাকুর পারাস্থিত সরঞ্জয় স্কুলের নিকটের বিপুল দাস নামের জনৈক ব্যবসায়ীর ঘরের টিন কেটে ফ্রিজ সহ নানা সামগ্রী নিয়ে চম্পট দেয়। এতো বড় ফ্রিজ কি করে নিশিকুটুম্বের দল নিয়ে গেলো তা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। বুধবার সাত সকালে দোকানের এই অবস্থা দেখে হতভম্ব হয়ে যান দোকান মালিক বিপুল দাস। তিনি খবর দেন কল্যাণপুর থানায়। থানার অফিসার প্রীতম চাকমা এসে সব প্রত্যক্ষ করেন। একটি মামলা ও হয়। এমনিতেই কল্যাণপুরে চুরি ভয়ানক ভাবে বাড়ছে। কিছুদিন পূর্বে কল্যাণপুর নব নির্মিত হাসপাতালের বৈদ্যুতিক সরঞ্জাম চুরি যায় বহু লক্ষ টাকার। এই চুরির ও কোন কিনারা হয় নি। বিপুল দাসের দোকানের চুরির ব্যাপারে সাধারণ মানুষের দাবি হলো অবিলম্বে চোর কে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করতে হবে।