Site icon janatar kalam

আক্রান্ত এলাকা পরিদর্শনে রতন লাল নাথ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর মোহনপুর বিধানসভা কেন্দ্রের লেফুঙ্গা এলাকার বাইন্যাবাড়ি, অভিচরণ বাজার, মধু চৌধুরী পাড়া, বীরমোহন বাড়ি প্রভৃতি স্থানে একটি বিশেষ রাজনৈতিক দলের দুস্কৃতিরা নিরপরাধ জনজাতি ভাইবোনদের উপর যথেচ্ছ সন্ত্রাস সংগঠিত করে চলেছে।সোমবার সন্ত্রাসকবলিত এইসব অঞ্চল সফর করে আক্রান্ত ভাইবোনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করে তাদের পাশে থাকার অঙ্গীকার গ্রহণ রতন লাল নাথ। এই সফর কালে দেবেন দেববর্মা, প্রহর দেববর্মা, ব্রিয়ান দেববর্মা, জেমসন দেববর্মা, ক্বাথার দেববর্মা, ওয়ারেঙ্গল দেববর্মা ইত্যাদি সুহৃদ স্বজনদের বসতবাড়ি, দোকানপাট, মোটরসাইকেল ইত্যাদি সম্পত্তি-র ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ঘটনায় রতন লাল নাথ সর্বান্তকরণে এই কাপুরুষোচিত সন্ত্রাসের তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছে।

Exit mobile version