জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাত সকালে মন্দির নগরীতে মৃত দেহ উদ্ধার ! এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ , চলছে তদন্ত। সাত সকালে মন্দির নগরী উদয়পুরের গোমতী নদী থেকে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ। ঘটনা রাধা কিশোর পুর থানাধীন ছনবন গোমতী নদীতে ।সোমবার সকাল নয়টায় ছনবন গোমতী নদীর পাড় এলাকার লোকজনরা গোমতী নদীতে এক ব্যক্তির মৃত দেহ ভাসমান অবস্থায় দেখতে পায়। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় রাধা কিশোর পুর থানায়।ছনবন এলাকার গোমতী নদীতে মৃত দেহ উদ্ধারের খবর পেয়ে রাধা কিশোর পুর থানার ওসি বাবুল দাসের নেতৃত্বে পুলিশ ও টিএসআর ঘটনাস্থলে ছুটে যায়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে পাশাপাশি মৃত দেহটিকে উদ্ধারের কাজ চালায়।এদিকে পুলিশ তদন্ত করতে গিয়ে জানতে পারে উদয়পুর খিলপাড়া এলাকার দিলীপ ঘোষ নামে ওই ব্যক্তির মৃত দেহ। খবর দেওয়া হয় দিলীপ ঘোষ পরিবারের লোকজনদের। পরিবারের লোকজনরা ছনবন গোমতী নদীর পাড়ে ছুটে এসে মৃত দেহটি দিলীপ ঘোষের বলে চিহ্নিত করেছে। পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। ময়না তদন্তের পর মৃত দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানা যায়। এদিকে রাধা কিশোর পুর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলে জানান ওসি বাবুল দাস ।এদিকে সাত সকালে মৃতদেহ উদ্ধারের ঘটনা ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য দেখা দিয়েছে আশেপাশের এলাকা গুলিতে। মৃতদেহ সনাক্তের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।