জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীর পর এবার বিশালগড়ে হানা দিল ডাকাত দল। ঘরের দরজা খুলে গৃহস্থের মাথায় কূপ দিয়ে নিয়ে যায় সমস্ত স্বর্ণালংকার। তদন্তে নেমেছে পুলিশ। মাস দুয়েক আগে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় ডাকাত দলের পড়েছিল। পুলিশি তৎপরতায় সপ্তাহ খানিকের মধ্যেই ডাকাতি ও ছিচকে চুরির মত ঘটনাগুলি বন্ধ হয়ে গিয়েছিল। মাঝে বেশ কিছুদিন রাজ্যের কোথাও এ ধরনের ঘটনা সংগঠিত হওয়ার খবর পাওয়া যায়নি।আশ্চর্যজনক ভাবে শুক্রবার গভীর রাতে বিশালগড় ব্রজপুর কানাই বাড়ি এলাকায় এক বাড়িতে ডাকাতের হামলায় আহত হয় বাড়ির গৃহকর্তা।এলাকার জিতু রঞ্জন ভক্তের বাড়িতে একদল ডাকাত হানা দিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে জিতু রঞ্জন ভক্তকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে বাড়ির সমস্ত স্বর্ণালংকার সহ নগদ অর্থ নিয়ে চম্পট দেয় ডাকাতের দল। গৃহকর্তির গলায় দা ধরে তার শরীর থেকেও সমস্ত জিনিসপত্র খুলে নেয় বলে অভিযোগ।পরবর্তী সময়ে বাড়ির অন্যান্য লোকেরা চিৎকার চেঁচামেচি শুরু করাতে ঘটনাস্থল থেকে গা ঢাকা দিতে সক্ষম হয় ডাকাতের দল।পরবর্তী সময়ে বাড়ির লোকেরা আহত জিতু রঞ্জন ভক্তকে নিয়ে আসে মহাকুমা হাসপাতালে , চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক দেখে সঙ্গে সঙ্গেই রেফার করে দেয় আগরতলা জিবি হাসপাতালে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ।শনিবার সকালে আনা হয় ডগ স্কোয়াড সহ বিশাল পুলিশ বাহিনী।দীর্ঘ কয়েক ঘন্টা ধরে চলে অভিযান। তারপরেও ঘটনার সাথে জড়িত কারও হদিশ করতে পারেনি পুলিশ। বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।