জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্কুলের ভিতরে ঢুকে ছাত্রছাত্রীদের চোখে মুখে স্প্রে। চাঞ্চল্য দেখা দিয়েছে সর্বত্র। খবর পেয়ে ছুটে যায় অভিভাবক ও পুলিশ বাহিনী। শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এখন যে আর মা বাবার আদরের সন্তান নিরাপদ নয়। যেকোন সময় ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। আর এসব ঘটনার জন্য অভিভাবকরা নিঃসন্দেহভাবেই স্কুল কর্তৃপক্ষের দায়িত্ব জ্ঞানহীনতার দিকে আঙ্গুল তুলছেন। এবার এমনই এক ঘটনা প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ বিদ্যামন্দিরে। শনিবার ছিল সপ্তাহের শেষ দিনের ক্লাস। অন্যান্য দিনের মতো এ দিনও পড়ূয়ারা যথারীতি স্কুলে এসেছিল। বিদ্যামন্দিরের প্রাত বিভাগের এক ছাত্রীকে এদিন শ্রেণীকক্ষের জানালা দিয়ে অজ্ঞাত পরিচয় এক যুবক চকলেট দিয়ে মুখে স্প্রে মেরে পালিয়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে ছাত্রীটি শিক্ষকের দৃষ্টিতে নিয়ে গেলে জনৈক শিক্ষক জল দিয়ে তার মুখ ধুয়ে দেয়। এখানেই শেষ নয়। স্কুল ছুটি হবার পর ছাত্রীটি বিষয়টি তুলে ধরেন তার অভিভাবকের কাছে। আর এতেই যেন স্কুল চত্বরে চাঞ্চল্য দেখা দেয়। স্কুল চলাকালীন সময়ে প্রাত বিভাগের ছাত্রীর হাতে চকলেট তুলে দিয়ে স্প্রে মারার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কের পরিবেশ তৈরি হয় অভিভাবকদের মধ্যে।ঘটনা বিস্তৃত ব্যাখ্যা করল স্কুলের কচিকাঁচারা।
এদিকে একই অভিযোগ নিয়ে সরব হয়েছে অভিভাবকরা। চিন্তিত অভিভাবকরা খবর দিয়েছে সাংবাদিকদের। ঘটনা সম্পর্কে নড়েচড়ে বসেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয় এর টিচার ইনচার্জ চিত্তরঞ্জন দেববর্মা, তড়িঘড়ি অভিযোগ জানিয়েছেন পুলিশে। বিদ্যালয়ের চাঞ্চল্যকর এই ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ এ নিয়ে একটি অভিযোগ গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে। প্রশ্ন দেখা দিল স্কুলের বাউন্ডারি থাকা সত্ত্বেও কিভাবে অজ্ঞাত পরিচয় যুবক ভেতরে প্রবেশ করল। একই সাথে প্রশ্ন তাহলে কি এই স্প্রে মারার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে ? এরকম বহু প্রশ্ন এই দিনের এই ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা দেয় অভিভাবকদের মনে।তবে এই ঘটনাকে ঘিরে এখন আতঙ্কগ্রস্থ অভিভাবকরা।