জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের হত্যাকান্ডে অভিযুক্ত আসামী তপন দেববর্মাকে বুধবার ত্রিপুরা উচ্চ আদালত থেকে জামিন মনজুর করা হয়। একই সঙ্গে উচ্চ আদালতের বিচারপতি প্রতি সপ্তাহে তপন দেববর্মাকে আয়ুর সাথে দেখা করারও নির্দেশ দিয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এডভোকেট পীযূষ কান্তি বিশ্বাসও পুজন বিশ্বাস। উল্লেখ্য ২০১৭ সালে দশম ব্যাটেলিয়ান টিএসআর হেডকোয়ার্টারে খুন হয়েছিল সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। সাংবাদিক হত্যাকান্ডে অভিযুক্ত টিএসআর কমান্ড্যান্ট তপন দেববর্মা ইতিমধ্যেই ৫ বছর জেল খেটেছে।