জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মজলিসপুর বিধানসভার অন্তর্গত রানিবাজার এলাকায় ১০৩২৩ শিক্ষকের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার পুলিশ সদর দপ্তর ঘেরাও করেছে ১০৩২৩ চাকুরীচ্যুতরা। পরে একটি ডেপুটেশনে মিলিত হয় পুলিশ মহা নির্দেশকের সাথে। অভিযোগ জানানো হয় দুষ্কৃতীদের নামধাম দিয়ে। পুলিশ মহা নির্দেশক জানিয়েছেন খুব শীঘ্রই গ্রেফতার করা হবে প্রত্যেককে। মহা নির্দেশকের দেওয়া প্রতিশ্রুতিতে সন্তোষ ব্যক্ত করেছেন চাকুরীচ্যুতরা।