জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উপ মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় রাতের আঁধারে দ্বিতীয় নির্বাচন বুথ অফিস পুড়ে দেয় দুষ্কৃতীকারীরা। অভিযোগ জানানো হয়েছে থানায়। রাজনৈতিক প্রতিহিংসা শুরু হয়ে গেছে চরিলাম বিধানসভা কেন্দ্রের কৃষ্ণ সংঘ এলাকায়। শুক্রবার আনুমানিক রাত একটা নাগাদ চরিলাম মন্ডলের ২২ নং এবং ২৬নং বুথের মাঝামাঝি কৃষ্ণ সংঘ এলাকায় বিজেপির একটি বুথ অফিস আগুন দিয়ে পুড়ে ছাই করে দেয়। বুথ অফিসের ভিতরে ফ্ল্যাগ পোস্টার একটি ক্যারাম বোর্ড ,প্রধানমন্ত্রীর ছবি থেকে শুরু করে, উপ মুখ্যমন্ত্রীর ছবি, এবং অমিত শাহের ছবি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এনিয়ে বিশ্রামগঞ্জ থানায় নামধাম দিয়ে মামলা করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিকে ঘটনার খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং সিআরপিএফ ঘটনাস্থলে ছুটে আসেন। কৃষ্ণ সংঘ বটগাছ থেকে শুরু করে কৃষ্ণ সংঘ অঙ্গনওয়াড়ি স্কুল যাওয়ার রাস্তার দুই পাশে রাস্তায় ফ্লাগ গুলি তুলে ফেলে দেয়। প্রসঙ্গত ২৫ জানুয়ারি রাতে কৃষ্ণ সংঘ বিজেপির বুথ অফিস টিকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, পুনরায় আবার এক মাসের মাথায় কৃষ্ণ সংঘ বুথ অফিসটি পড়ে দেওয়ায় বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার রাতে কৃষ্ণ সংঘ এলাকায় চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিধায়ক জিষ্ণু দেববর্মা ওই এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে সভা করেছিলেন। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে। পুলিশ প্রশাসনের সিদ্ধান্ত মেনে রাত দশটার পর সকল বুথ অফিস বন্ধ রাখে বিজেপি। কিন্তু দুষ্কৃতকারীরা নির্জনতার সুযোগ নিয়ে নাশকতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে।