জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্ঘটনায় পথের বলি হলেন এক গৃহবধূ। একই সাথে দুর্ঘটনায় গুরুতর আহত হলেন মৃত গৃহবধূর স্বামী। অত্যন্ত হৃদয়বিদারক মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে রানিরবাজার থানাধীন ঘোড়ামারা এলাকায়। জানা যায় রবিবার স্বামীকে নিয়ে মামার বাড়ি থেকে স্কুটিতে করে আগরতলায় নিজ বাড়িতে ফিরছিলেন গৃহবধূ শিউলি দেবনাথ। এমন সময় ঘোড়ামারা এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে দ্রুতগামী একটি টিপার গাড়ির সাথে সংঘর্ষ হয় শিউলিদের স্কুটিটি। এতেই টিপার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় শিউলির। খবর পেয়ে রানিরবাজার দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে মাথা থেতলে যাওয়া গৃহবধূ শিউলির নিথর দেহ সহ গুরুতর আহত অবস্থায় স্বামীকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। মৃত গৃহবধুর স্বামী বর্তমানে আশংকা জনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া।