জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দিনের পর দিন বনদপ্তর এর উদাসীনতায় আঠারোমুড়া সহ বড়মুড়া পাহাড়ের মূল্যবান গাছ বনদস্যুদের ছোবলে উজার হয়ে যাচ্ছে।কখনো বনদপ্তর সফলতা পায় আবার কখনো পায় না। তবে সফলতার ভাগটা তুলনামূলক কম।এক গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া মহকুমার বনদপ্তর চোরাই কাঠ সহ গাড়ি উদ্ধার করে রবিবার গভীর রাতে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার বনদপ্তর অধীন চাকমা ঘাট এলাকায়।এ নিয়ে বনদপ্তরের এক কর্মী জানান, উদ্ধারকৃত কাঠ সহ গাড়ির মূল্য আনুমানিক পঁয়ষট্টি হাজার টাকা হবে বলে অনুমান করা হচ্ছে।