Site icon janatar kalam

চুরি হওয়া ২৬ টি মোবাইল ও নগদ অর্থসহ ধৃত পাঁচ চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আসন্ন নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে পুলিশ যখন সক্রিয়, ঠিক তখনই তাদেরকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে হাত সাফাইয়ের কাজ অব্যাহত রাখল চোরের দল। তবে হাত সাফাইয়ের কাজ দক্ষতার সাথে চোরচক্র করতে সক্ষম হলেও, পুলিশের হাত থেকে রেহাই পায়নি। চুরির অভিযোগ পেয়েই তদন্তে নেমে এবার রাজধানী আগরতলার অভয়নগর টাউন আউট পোষ্টের পুলিশ জালে তুলতে সক্ষম হয় পাঁচ চোরকে। একই সাথে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ। অভয়নগর এলাকায় আশীষ দেবনাথ নামে এক ব্যবসায়ীর দোকান থেকে বেশ কয়েকটি মোবাইল চুরির ঘটনা অভয়নগর ফাঁড়িতে জানালে, পুলিশ তদন্তে নেমে ২৪ ঘন্টার ব্যবধানে জিবি বাজার এলাকা থেকে সন্দেহজনকভাবে পাঁচজনকে আটক করে। পরে তাদের তল্লাশি চালিয়ে পুলিশ উদ্ধার করে চুরি হওয়া ২৬ টি মোবাইল ও বিভিন্ন সামগ্রী সহ নগদ অর্থ। একই সাথে আটককৃতদের কাছ থেকে উদ্ধার হল ধারালো অস্ত্র। ধৃতরা হলেন কৃষ্ণ দাস, দীপ ভট্টাচার্য, আকাশ রবিদাস, ইব্রাহিম মিয়া ও টিটু সরকার।

Exit mobile version