জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-নাকা পয়েন্ট সংলগ্ন এলাকা থেকে উদ্ধার গাঁজা। তেলিয়ামুড়া থানার পুলিশের সামনেই গাঁজার ব্যাগ ফেলে পুলিশের নাকের ডগা দিয়ে পালিয়ে গেল গাঁজা পাচারকারীরা। ঘটনাটি ঘটেছে, তেলিয়ামুড়া থানাধিন হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট এলাকায় । রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি ইন্সপেক্টর নন্দন বৈদ্য জানান,,,, গতকাল রাতে তেলিয়ামুড়া থানার পুলিশ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানাধিন হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং করছিল, ঠিক তখনই পুলিশ প্রত্যক্ষ করতে পারে যে একটি গাড়ি থেকে জানালা দিয়ে একটি ব্যাগ ছুড়ে ফেলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে পুলিশ ওই ব্যাগটির মধ্যে তল্লাশি চালিয়ে গাঁজা ভর্তি তিনটি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় ২৫ হাজার টাকা।