Site icon janatar kalam

রহস্যজনক গুলিতে রক্তাক্ত হলেন এক উপজাতি যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রহস্যজনক গুলিতে রক্তাক্ত হলেন এক উপজাতি যুবক। ৩৩ বছরের গুলিবিদ্ধ যুবকের নাম জহরলাল দেববর্মা। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সিধাই থানার অন্তর্গত গজাপাড়া এলাকার বাসিন্দ জহরলাল এর বাড়িতে ছিল এক শ্রাদ্ধের অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানের জন্য কলাপাতা কাটতে জহরলাল বাড়ির পাশের জঙ্গলে যায়। জঙ্গল থেকে কলাপাতা কাটার সময় আচমকা তার হাতে একটি গুলি লাগে। পরে গুলিবিদ্ধ যুবক রক্তাক্ত অবস্থায় চিৎকার দিয়ে বাড়িতে ছুটে এসে ঘটনাটি জানায় পরিবারের লোকদের। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তাকে রক্তাক্ত অবস্থায় নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। কিন্তু জহরলাল এর আঘাত গুরুতর হওয়ায় সঙ্গে সঙ্গে তাকে আগরতলা জি বি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে তার চিকিৎসা।

Exit mobile version