জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার ফিল্মি কায়দায় বন্দুক দেখিয়ে বাজারের মুদির দোকান থেকে ভোজ্য তেল হাতিয়ে নেওয়ার চেষ্টার ফলে বাজারের লোকের হাতে গণধোলাই খেলো এক যুবক। অভিযুক্ত যুবকের নাম দীপ্তনু সাহা, বাবার নাম মিহির লাল সাহা, বাড়ি শিবনগর এলাকায়। জানা যায় দিন দুপুরে রাজধানীর মহারাজগঞ্জ বাজারে বাজার করার উদ্দেশ্যে আসে অভিযুক্ত যুবক দীপ্তনু দাস এবং এক মুদির দোকানে ঢুকে সঙ্গে করে নিয়ে আসা নকল পিস্তল দেখিয়ে ভোজ্য তেল চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় বলে। কিন্তু পালাবার সময় স্থানীয় লোকড়া তাকে আটকে গণধোলাই দেয়। পরবর্তী সময়ে আগরতলা পূর্ব থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।