জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পৌষ পার্বণের রেশ কেটে না উঠতেই ব্রিজের নিচ থেকে বহিঃ রাজ্যের নির্মাণ শ্রমিকের মৃত দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনা খোয়াই চাম্পাহওয়ার থানার অন্তর্গত সুখিয়াবাড়ী এলাকায়।সোমবার সকালে বক্স কালভার্টের নিচে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন চাম্পাহাওর থানার পুলিশকে খবর দেয়। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালের মর্গে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম ভানু লোহার।বয়স ৫০ বছর। বাড়ি বাঁকুড়া জেলার পশ্চিমবঙ্গ রাজ্যে। জাতীয় সড়ক নির্মাণকারী সংস্থার ঠিকাদারি কোম্পানির শ্রমিক ছিল সে। ঠিক কিভাবে ওই বহি রাজ্যের এই শ্রমিকের মৃত্য হল এবিষয়ে পুলিশও কিছুই জানাতে পারেনি। তবে পুলিশ জানিয়েছে মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।