Site icon janatar kalam

৬ লক্ষ টাকার স্বর্ণালংকারসহ ধৃত এক চোর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধ দমনে আবারো বড় ধরনের সাফল্য পেল আগরতলা পূর্ব থানার পুলিশ। অভিযোগ মূলে তদন্তে নেমে পুলিশ চুরির সামগ্রী সহ এক ব্যক্তিকে জালে তুলতে সক্ষম হল। ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ দেবনাথ। বিশ্বজিৎ নিজেকে আইনজীবী বলে পরিচয় দিয়ে নানা চুরি ছিনতাই এর সাথে যুক্ত। গত ১৮ ডিসেম্বর আগরতলা চিত্তরঞ্জন এলাকায় সঞ্জয় সাহা নামে এক ব্যক্তির বাড়ি থেকে বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়। সেদিনই বিশ্বজিৎ আইনি কাজের নাম করে তার বাড়িতে গিয়েছিলেন। পরবর্তী সময় সঞ্জয় বাবু চুরির ঘটনাটি বুঝতে পেরে পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ চুরির অভিযোগ হাতে নিয়ে ঘটানোর তদন্তে নেমে বুধবার বিশ্বজিৎকে আটক করে, তার কাছ থেকে প্রায় ৬ লক্ষ টাকার স্বর্ণালংকার উদ্ধার করতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকালে পূর্ব থানার অন্যান্য পুলিশ আধিকারিকদের সাথে নিয়ে এমনটাই জানালেন সদরের এসডিপিও অজয় কুমার দাস।

Exit mobile version