Site icon janatar kalam

তালা ভেঙে দোকান থেকে উদ্ধার প্রচুর পরিমাণ বেআইনি কফ সিরাপ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশা বিরোধী অভিযানে নেমে আবারো সাফল্য পেল পূর্ব থানার পুলিশ। আগরতলা মহারাজগঞ্জ বাজারের একটি দোকানে হানা দিয়ে পুলিশ উদ্ধার করে প্রচুর পরিমাণ নেশা জাতীয় অবৈধ কফ সিরাপ। একই সাথে পুলিশ অবৈধ এই ব্যবসায় জড়িত থাকার অভিযোগে অজিত দাস নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। ধৃত ব্যক্তির বাড়ি পূর্ব প্রতাপগড় এলাকায়। পুলিশের এই সাফল্য প্রসঙ্গে বৃহস্পতিবার সদরের এসডিপিও অজয় কুমার দাস জানান, বুধবার রাতে পুলিশ পেট্রোলিং এর সময় মহারাজগঞ্জ মৎস্য বাজারের সামনে সন্দেহ মূলক একজনকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরবর্তী সময়ে তাকে জিজ্ঞাসাবাদের পর সন্দেহ হয় পাশেই থাকার দোকানের মালিক কে ফোন করা হলে কোন উত্তর নেই। এরপরই পুলিশ দোকানের তালা ভেঙে দোকান থেকে উদ্ধার করে প্রচুর পরিমাণ বেআইনি কফ সিরাপ। একই সাথে পুলিশ আটক করে পূর্ব প্রতাপগড়ের বাসিন্দা অজিত দাসকে। আটক নেশা সামগ্রী বাজার মূল্য প্রায় ছয় লক্ষ টাকা।

Exit mobile version