জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্রুত গতিতে চলা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে। রাবার বোঝাই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে জিরানিয়া থানাধীন ব্লক চৌমুহনী এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছেন। খবর পেয়ে স্থানীয় মানুষ ছুটে গিয়ে আহত লরি চালককে উদ্ধার করে জিবি হাসপাতালে ভর্তি করিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। পুলিশ প্রাথমিক মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে বলে জানা যায়।