Site icon janatar kalam

লরির ধাক্কায় দুর্ঘটনাগ্রস্ত টমটম আহত শিশু মহিলা সহ ৬ জন

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :+ ১২ চাকা লরির ধাক্কায় ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়েছে একটি টমটম। শিশু মহিলা সহ আহত মোট ৬ জন। ঘটনা, তেলিয়ামুড়া থানাধীন ১৬ ঘড়িয়া এলাকায় তেলিয়ামুড়া-খোয়াই সড়কে বৃহস্পতিবার রাতে। জানা যায়, একটি টমটম তেলিয়ামুড়ার দিক থেকে তেলিয়ামুড়া-খোয়াই সড়ক ধরে তেলিয়ামুড়া তৃষা বাড়ি রেলস্টেশনের উদ্দেশ্যে যাওয়ার সময় ১৬ ঘড়িয়া এলাকায় একটি ১২ চাকার লড়ি টমটমটিকে সজরে ধাক্কা দেয়। ১২ চাকা লড়িটির ধাক্কায় টমটমটি দুর্ঘটনার কবলে পড়ে আহত হয় টমটমে থাকা মোট ৬ জন। পরবর্তীতে এলাকার লোকজন দুর্ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে সঙ্গে সঙ্গে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে।

Exit mobile version