জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও আমবাসা থানার হাতে আটক গাজা বোঝাই লরি। আমবাসা থানার অন্তর্গত বেতবাগান এলাকায় নাকা চেকিং পয়েন্টে আমবাসা থানার পুলিশ একটি লরি থেকে তল্লাশি চালিয়ে গাজা উদ্ধার করেছে প্রায় 35 লক্ষ টাকার গাঁজা। আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা জানান , গোপন সংবাদের ভিত্তিতে নাকা চেকিং পয়েন্টে লরিটিকে আটক করে তল্লাশি চালানো হয়। আর তল্লাশি চলাকালে লড়ি থেকে ৫৬ প্যাকেটে প্রায় ২২৬ কেজি শুকনো গাজা উদ্ধার করে। পুলিশ গাড়ির চালক এবং সহচালককে আটক করেছে ।