Site icon janatar kalam

তৃণমূল কর্মীর বাড়ি থেকে উদ্ধার বন্দুক , ঘটনা কুমারঘাট থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকায়

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিধানসভা নির্বাচনের প্রাক মুহূর্তে তৃণমূল কর্মীর বাড়িতে বন্দুক উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য বিরাজ করছে গোটা রাজ্য জুড়ে। জানা যায় মঙ্গলবার গোপন সূত্রের ভিত্তিতে কুমারঘাট থানার পুলিশ আজ সকাল ১১ টায় অভিযান চালিয়ে কুমারঘাট থানার অন্তর্গত সুকান্ত নগর এলাকার নিতাই দত্তের বাড়ি থেকে ১টি এয়ারগান,ও ১টি ৭এম.এম. পিস্তল এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। পুলিশ বাড়ির মালিক নিতাই দত্তের ছেলে নির্মল দত্তকে গ্রেফতার করে ও নিতাই দত্তকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এদিন সংবাদ মাধ্যমকে কুমারঘাট মহকুমার পুলিশ আধিকারিক কমল দেববর্মা জানিয়েছেন, পুলিশ নির্মল দত্তকে গ্রেপ্তার করেছে এবং জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, যে নির্মল দত্ত নিজেই পুলিশের কাছে স্বীকার করেছে বিহার রাজ্য থেকে সে এই অস্ত্রগুলি কিনে এনেছিল। এই ঘটনার জানাজানি হতেই কুমারঘাট এলাকায় প্রচন্ড চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত নিতাই দত্ত কুমারঘাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বলে ও জানা গেছে।

Exit mobile version