Site icon janatar kalam

সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে স্কুল খোলা রেখে নিরাপত্তা কর্মীর দাদাগিরি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মন্ত্রী-এন সি দেববর্মার প্রয়াণে সরকারিভাবে সোমবার সমস্ত স্কুল কলেজ বন্ধ থাকার নির্দেশ দিলেও ,সরকারি নির্দেশকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সকাল দশটায় শ্রীকৃষ্ণ মিশন স্কুল খোলা রাখল স্কুল কর্তৃপক্ষ। বিকেল তিনটা পর্যন্ত প্রত্যেক শিক্ষকের উপস্থিতি লক্ষ্য করা যায় ঐ স্কুলে। খবর পেয়ে সংবাদ মাধ্যমের কর্মীরা ছুটে গিয়ে স্কুলে প্রবেশের চেষ্টা করলে তাদেরকে আটকে দেয় বেসরকারি নিরাপত্তা রক্ষীরা । কথা কাটাকাটি করে এক বেসরকারি নিরাপত্তা কর্মী সাংবাদিকদের উপর চড়াও হয়। সে সাংবাদিকদের ছবি তোলা শুরু করে দেয় ,পাশাপাশি সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের কর্মীরা পুলিশকে জানালে, NCC থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। উল্লেখ্য শ্রীকৃষ্ণ মিশন স্কুল বেশ কিছুদিন ধরে সংবাদের শিরোনামে চলে আসছে।

Exit mobile version