Site icon janatar kalam

রাজপথে এবার রক্তাক্ত প্রসেনজিৎ ঘোষ নামে এক অটোচালক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজপথে এবার রক্তাক্ত প্রসেনজিৎ ঘোষ নামে এক অটোচালক। ঘটনা শনিবার রাতে রাজধানী আগরতলার অভয়নগর এলাকায়। দিনভর পেশাগত দায়িত্ব পালন করে নিজ বাড়িতে ফেরার পথে অভয়নগর এলাকায় এক যুবককে সামান্য ধাক্কা দেয় প্রসেনজিতের অটো। ঘন কুয়াশার কারণেই এই বিপত্তি। কিন্তু এতে তেমন কোন আঘাত লাগেনি যুবকটির। তা সত্ত্বেও অটোচালক প্রসেনজিৎকে চার-পাঁচজন যুবক প্রচন্ড মারধর করে। এতে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে প্রসেনজিৎ। এই খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে অটোচালক প্রসেনজিৎকে উদ্ধার করে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে জিবি হাসপাতালেই চলছে তার চিকিৎসা। সামান্য একটি বিষয়কে কেন্দ্র করে অটো চালককে বেধড়ক মারধরের ঘটনায় অন্যান্য অটো চালকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়।

Exit mobile version