জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সুমন দেব নামে এক নেশা কারবারিকে আটক করল পূর্ব থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জির নেতৃত্বে শহরের টাউন প্রতাপগড় রাম ঠাকুর বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বাড়িতে হানা দিয়ে উদ্ধার করে ব্রাউন সুগার। আটক করা হয় সুমণ দেব নামে এক যুবককে। উদ্ধার করা বাউন সুগারের পরিমাণ ১৬/১৭ গ্রাম হবে। যার বাজার মূল্য এক লক্ষ টাকার উপরে। বৃহস্পতিবার পূর্ব থানায় এক সাংবাদিক সম্মেলনে এ সংবাদ জানান সদরের এস ডি পি ও অজয় কুমার দাস।