জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ধ্বংসের মুখে রাজ্যের যুবসমাজ। ব্রাউন সুগার ইয়াবা ট্যাবলেট নগদ টাকাসহ গ্রেপ্তার কলেজ পড়ুয়া স্টুডেন্ট সহ ৩ জন। রাজধানীর পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর রথীন্দ্র দেববর্মা ও জীবন চন্দ্র দাসের করিশমায় এই সাফল্য পায় পুলিশ।রাজধানীতে বাড়ি ভাড়া করে নেশার ঠেক চালাচ্ছে নেশা কারবারিরা। আর এই কারবারে যুক্ত করছে বিভিন্ন স্কুল কলেজ পড়ুয়াদের। স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রদের অধিক মুনাফার লোভ দেখিয়ে নেশা কারবারিরা এই সর্বনাশা নেশার ছোবলে ফেলছে উঠতি বয়সের যুবক-যুবতীদের। সোমবার রাত্রিবেলা যে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ তাদের মধ্যে একজন বেসরকারি কলেজ পড়ুয়া ছাত্র রয়েছে। বাকি দুইজন ড্রপ আউট ছাত্র। এদিন গোপন খবরের ভিত্তিতে রাজধানীর পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর রথীন্দ্র দেববর্মা ও জীবন চন্দ্র দাস কম্পাউন্ডস্থিত রুমা রায়চৌধুরীর বাড়িতে এক ভাড়াটিয়ার ঘরে হানা দেয়। এই হানায় পুলিশ প্রচুর পরিমাণ ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ৬ টি মোবাইল সেট, নগদ ১৪হাজার টাকা, দুটি বাইক , একটি স্কুটি সহ তিন জনকে গ্রেফতার করেছে। আশ্চর্যের বিষয় নেশা কারবারি অভিনব পদ্ধতিতে গ্যাস সিলিন্ডারকে নেশা সামগ্রী রাখার বক্স হিসেবে ব্যবহার করতো।ঘটনার খবর পেয়ে ছুটে যায় পশ্চিম থানার ওসি জয়ন্ত দে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী দে জানায় , প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি নেশার রেকেট। তবে তদন্তের স্বার্থে পশ্চিম থানার পুলিশ আধিকারিক এখনই মুখ খুলতে নারাজ। পুলিশ আধিকারিক জয়ন্ত দে জানান, খুব শীঘ্রই পুলিশ পুরু পুরো রেকেটটি ধরতে সক্ষম হবে। প্রসঙ্গত রাজধানী শহর এলাকায় মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পেয়ে চলেছে নেশার রেকেট। পুলিশ সাদা পোশাকে শহরের অলি গলি গুলিতে নজরদারি চালালে এধরনের আরো বড় বড় রেকেট ধরা পড়বে বলে মত প্রকাশ করেছে শহরবাসী।