জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- রাজধানীতে প্রতিদিনই বেড়ে চলছে চুর এবং ছিনতাই বাজদের দৌরাত্ম। অতিষ্ঠ রাজধানীবাসি প্রশাসনের দ্বারস্থ হলে ও কাজের কাজ কিছুই হয় না। জানা যায় সোমবার অভয়নগর নেতাজি ক্লাব এলাকার এক মহিলা পার্সেল নিতে আসে এবং তখনই এক ছিনতাইবাজ নাম মরণ দেবনাথ ওই মহিলার গলায় থাকা স্বর্ণের চেন টেনে পালিয়ে যেতে চাইছিলো তৎক্ষণাৎ ওই মহিলা ওনাকে ধরে ফেলে এবং রাস্তায় থাকা অন্যান্য এলাকাবাসীরাও এগিয়ে এসে ওকে আটক করতে সাহায্য করে। আটকৃত ছিনতাই বাজকে নেতাজি ক্লাবে আটকে রাখা হয় এবং খবর দেওয়া হয় পূর্ব থানায়। খবর পেয়ে পরে পুলিশ আসে এবং ঘটনার তদন্ত শুরু করেন ও কুখ্যাত ছিনতাইবাজ মরণ দেবনাথকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যান।