Site icon janatar kalam

গোপন খবরের ভিত্তিতে পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির উদ্যোগে ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটককরলো পুলিশ

জানাতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বটতলা ব্রিজ সংলগ্ন এলাকায় গত বেশ কিছুদিন ধরেই প্রকাশ্যে চলছে নেশার রমরমা কারবার। পুলিশকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েই প্রতিনিয়ত নেশার বাণিজ্য চালিয়ে আসছে, এই কারবারিরা। এধরনের অভিযোগ পেয়ে নেশা কারবারীদের জালে তুলতে এবার তৎপর হয়ে উঠলো আগরতলা পশ্চিম থানা ও বটতলা ফাঁড়ির পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে পশ্চিম থানার ওসি জয়ন্ত দে ও বটতলা ফাঁড়ির এস আই তপন দাস এর নেতৃত্বে পুলিশ অভিযান চালায় বটতলা ব্রিজ এলাকায়। অভিযান চালিয়ে পুলিশ ব্রাউন সুগার সহ পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। ধৃতরা হলেন আমতলীর সুশান্ত চক্রবর্তী ওরফে ঠাকুর, রাজনগরের আমিন মিয়া, দুর্গা চৌমুনির শিবু দত্ত, ঝুলন্ত ব্রিজ এলাকার প্রসেনজিৎ বর্মন এবং বড়দোয়ালীর সঞ্জীব সাহা। মঙ্গলবার দুপুরে রাজধানীর পশ্চিম থানায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন সদরের এস ডি পি ও অজয় কুমার দাস। এদিন তিনি আরো জানান, মূল পাণ্ডাদের জালে তোলার জন্য ধৃতদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তোলা হয়।

Exit mobile version