জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারো খুন হলেন এক ব্যক্তি। তাও আবার নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে। সঙ্গবদ্ধ আক্রমণে খুন হলেন মানিক দাস নামে ৪৭ বছরের এক ব্যক্তি। চাঞ্চল্যকর এই খুনের ঘটনাটি ঘটে শুক্রবার রাতে খোয়াই পুর পরিষদের ১৪ নং ওয়ার্ড এলাকায়। মৃত ব্যক্তির স্ত্রীর অভিযোগ এলাকারই কিছু যুবক মানিককে ডেকে নিয়ে গিয়ে গুরুতর আহত করে ফের বাড়িতে দিয়ে যাওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক হলে নিকট আত্মীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়ে মানিক। পরে অভিযোগ মূলে পুলিশ ঘটনার তদন্তে নেমে শনিবার কাক ভোরে এলাকারই দুই যুবক মাধব দাস ও রাজু উড়িয়াকে গ্রেপ্তার করে। জিতবের পুলিশ পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে তুলে। মৃত মানিকের পরিবার রয়েছে স্ত্রী সহ এক পুত্র সন্তান। তবে কি কারণে দুষ্কৃতিকারীরা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করলো, তা কিছুই জানা যায়নি। ধৃতদের জবানবন্দী মূলেই চাঞ্চল্যকর এই খুনের ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন সম্ভব। এদিকে পিটিয়ে মানিককে হত্যা করার ঘটনাকে ঘিরে গোটা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য দেখা দেয়।