জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি :- আইনজীবী বিধায়িকা কল্যাণী রায়ের হাত ধরে দ্বারোদঘাটন হওয়া অবৈধ ৪ টি মিনারেল জলের কোম্পানি’কে সিল করার আদেশ জারি করে ত্রিপুরা হাইকোর্ট । উল্লেখ্য, সেই তদানুস্বরূপঃ আজ শুক্রবার সকাল আনুমানিক ৯ টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমা প্রশাসন কর্তৃপক্ষ হাইকোর্টের নির্দেশকে সঙ্গে নিয়ে গোটা তেলিয়ামুড়া মহকুমায় ঝটিকা অভিযান চালিয়ে সর্বমোট ৪ টি মিনারেল জলের কোম্পানির বৈধ নথিপত্র না থাকার দরুন সঙ্গে সঙ্গেই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক সিল করে দেওয়া হয় । উল্লেখ্য, সাম্প্রতিক বেশ কিছুদিন ধরে জন-সাধারণের একরাশ অভিযোগের ভিত্তিতে কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমার মধ্যে দেখতে দেখতে চোখের পলকে গড়ে উঠা মোট ৫টি মিনারেল জলের কোম্পানিতে ঝটিকা অভিযান চালিয়েছিল । পরবর্তীতে সেই সঙ্গে পরিদর্শন কালে মহকুমার মোট ৫ টি জলের কোম্পানি থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোও হয়েছিল জলের স্বচ্ছতা পরীক্ষা নিরীক্ষার জন্য । শুধু তাই নয়, তৎসঙ্গে তথাকথিত জল কোম্পানি গুলির নথিপত্রও খতিয়ে দেখা হয়েছিল । কিন্তু ঝটিকা অভিযানেই ৫ টি জলের কোম্পানির মধ্যে মোট ৪ টি জলের কোম্পানিরই FSSI লাইসেন্স এবং BIS সার্টিফিকেট নেই । আর এতেই ত্রিপুরার উচ্চ আদালত হাইকোর্ট কর্তৃক জল কোম্পানি গুলির বৈধ নথিপত্র না থাকার দরুন অতি শীঘ্রই সিল করার নোটিশ জারির সঙ্গে সঙ্গেই মহকুমা প্রশাসন কর্তৃপক্ষ তেলিয়ামুড়ার শান্তিনগরের “জীবন অ্যাকুয়া” – নেতাজি নগরের “হিমাচল অ্যাকুয়া” মোহরছড়ার “ফাইন ড্রপ” এবং তোতাবাড়ির “লাইফ কিং”- নামক এই ৪ টি অবৈধ জলের কোম্পানি’কে সিল করে দেয় মহকুমা প্রশাসন কর্তৃপক্ষ । শুক্রবারের এই ঝটিকা অভিযানের প্রতিনিধিত্বে ছিলেন তেলিয়ামুড়ার DCM বাপ্পাদিত্য রায় ভৌমিক, অঞ্জন চৌধুরী, Food Inspector বুট্টু দেববর্মা সহ তেলিয়ামুড়া পুলিশ আধিকারিক । পরিশেষে, মহকুমা প্রশাসনের প্রতিনিধি দলটি অবৈধ ভাবে গজিয়ে উঠা জলের কোম্পানির মালিকদের স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, যতদিন না পর্যন্ত জল কোম্পানির বৈধ নথিপত্র হচ্ছে ততদিন পর্যন্ত প্রশাসন কর্তৃক সিল অবস্থাতেই থাকবে এই জল কোম্পানি গুলো।