Site icon janatar kalam

অবৈধ জলের কারখানায় তালা ঝুলিয়ে দিল সঙ্গীতা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- স্বাস্থ্য দপ্তরের নোটিশ দেওয়া সত্ত্বেও বেআইনিভাবে পানীয় জলের বটলিং করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা। অভিযানে নেমে সিল করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি পানীয় জল বটলিং প্লান্ট। সরকারি নিয়ম-নীতিকে তোয়াক্কা না করে অবাধে পানীয় জল বটলিং করে দেদার হারে হোটেল, রেস্তুরা , এমনকি বাড়ি বাড়ি সরবরাহ করছে। বিনা ইনভেস্টমেন্টে লক্ষ লক্ষ টাকা গায়েব করছে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী। হাইকোর্টের নির্দেশ মোতাবেক ফের অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে নেমেছে খাদ্য দপ্তর। বুধবার রাজধানীর আড়ালিয়া বনকুমারি এলাকায় বিভিন্ন বেআইনি জলের গোডাউনে হানা দেয় স্বাস্থ্য দপ্তরের আধিকারিক সঙ্গীতা চক্রবর্তী।সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্য আধিকারিক সঙ্গীতা চক্রবর্তী জানান ,অনেক আগে ক্লোজার নোটিশ দেওয়া সত্ত্বেও অসাধু ব্যবসায়ীরা সামনে দিয়ে তালা ঝুলিয়ে দিয়ে দিব্যি কাজ করে যাচ্ছে। সঙ্গীতা চক্রবর্তী জানান , যে সমস্ত কারখানা মালিকদের অবৈধভাবে কারখানা খোলা রেখে কাজ চালিয়ে যাচ্ছে পাওয়া গিয়েছে , তাদের কারখানাগুলোতে আজি সিলগালা লাগিয়ে দেওয়া হবে। শ্রীমতি চক্রবর্তী আরো জানান, যতক্ষণ না পর্যন্ত সরকারী নিয়ম মতো বিভিন্ন লাইসেন্স সংগ্রহ করে জল বটলিং করে ,ততক্ষণ বা ততদিন পর্যন্ত তাদের কারখানা বন্ধ থাকবে। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে প্রকাশ্যেই সাধুবাদ জানিয়েছেন অনেকে। দাবি উঠছে আগামী দিনে প্যাকেটজাত অন্যান্য খাদ্য দ্রব্য গুলির উপর এধরণের তদারকি করার।

Exit mobile version