জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- নিশিকুটুম্বদের বাড়বাড়ন্তে অতিষ্ঠ রাজধানীর মানুষ। বাড়িঘর, সরকারি দপ্তর, দোকানপাট, রক্ষা পায়নি মন্দিরও এই নিশিকুটুম্বদের হাত থেকে। প্রতিদিন কোন না কোন জায়গায় ঘটে চলছে চুরির ঘটনা , প্রশাসনের দ্বারস্থ হলেও প্রশাসন লোক দেখানো তদন্ত চালিয়ে শীতঘুমে মগ্ন হয়ে যায়। রাজ্যের পুলিশ প্রশাসনের এই খামখেয়ালীপন্ন মনোভাবের ফলে সাহস বেড়েই চলছে দিন দিন নিশিকুটুম্বদের , সেক্ষেত্রে বাড়ছে চুরির ঘটনা। জানা যায় রবিবার রাতে রাজধানীর কের চৌমুহনী এলাকায় একটি মোবাইলের দোকানের শাটার ভেঙ্গে প্রায় ৫ লক্ষ্য টাকার মোবাইল চুরি করে নিয়ে যায় চুরের দল। দোকানের মালিকের নাম সুমন বৈদ্য। দোকানের মালিক সংবাদ মাধ্যমের সামনে বলেন রাজধানীর ব্যাস্ততম এলাকায় এ ধরণের চুরি মানা যায় না , এবং প্রশাসনের টহলদারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।