Site icon janatar kalam

আবারও রেললাইন থেকে পুলিশ উদ্ধার করল ক্ষতবিক্ষত মৃতদেহ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আবারও রেললাইন থেকে পুলিশ উদ্ধার করল ক্ষতবিক্ষত মৃতদেহ। শুক্রবার সাত সকালে মৃতদেহটি উদ্ধার করে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ।রেলে কাঁটা পরে মৃত যুবকের নাম প্রবাস মারাক। বয়স ৩২ বছর।ঘটনার বিবরনে জানা যায় শক্রবার সকালবেলা শান্তির বাজার মহকুমার অন্তর্গত পতিছড়ী এডিসি ভিলেজের জগন্নাথ পাড়ায় আগরতলা থেকে সাব্রুমগামী রেলে কাঁটাপরে মৃত্যু হল প্রবাসের। রেললাইনে তার ক্ষতবিক্ষত মৃতদেহ পড়ে তাকে দেখে প্রত্যক্ষদর্শীরা খবর দেয় থানা ও অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনার খবর পেয়ে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা ও মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে প্রাথমিক তদন্ত সেরে মৃতদেহ ময়না তদন্তের জন্য শান্তির বাজার জেলা হাসাপাতালে নিয়ে যায়। জানা যায় মৃত ব্যক্তি ধলাই জেলার বাসিন্দা। তিনি দীর্ঘদীন আর কে পুর থানার অধীনে মুলসুম পাথর এলাকায় শশুর বাড়ীতে বসবাস করছেন। প্রবাস মারাকের এধরনের অস্বাভাবিক মৃত্যুর কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Exit mobile version