জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- “স্বাস্থ্যই সম্পদ” জনসাধারণের কাছে সুলভ স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াকে বর্তমান সরকার সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। সোমবার সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জে চিফ মেডিকেল অফিসার কার্যালয়ের নবনির্মিত ভবনের দ্বারোদঘাটন করে কথাগুলি বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা: মানিক সাহা। মুখ্যমন্ত্রী আরও বলেন ,আমার দৃঢ় বিশ্বাস এই কার্যালয়ের মাধ্যমে আগামীতে গোটা সিপাহীজলা জেলার জনসাধারণ নানাভাবে উপকৃত হবেন।