জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার গোপন খবরের ভিত্তিতে মাষ্টার পারা রামঠাকুর পল্লি রতন বনিকের বাড়িতে পুলিশের ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম অভিযান চালায় এবং অভিযান চালিয়ে প্রচুর ব্রাউন সুগার নেশা সামগ্রিক ও বেআইনি শব্দ বাজি উদ্ধার করে ক্রাইম ব্রাঞ্চের বিশেষ টিম। রাজ্যে নেশা বিরোধী অভিযানে রাজ্যের পুলিশ প্রশাসন জোর তৎপরতা চালালেও নেশা কারবারের মাস্টার মাইন্ডের টিকির নাগাল পাইনি এখনো পুলিশ। বলা বাহুল্য একদিকে এই নেশা বিরোধী অভিযানে রাজ্য পুলিশ বরাবর সফলতা পেলেও নেশা কারবার রুখতে সক্ষম হননি।