Site icon janatar kalam

নাঁকা চেকপোষ্টে গোপন সূত্রের ভিত্তিতে একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩৮ কেজি গাজা উদ্ধার

জনতার কলম ত্রিপুরা আমবাসা প্রতিনিধি :- আমবাসা থানাধীন বেতবাগান এলাকার নাঁকা চেকপোষ্টে গোপন সূত্রের ভিত্তিতে একটি লরিতে তল্লাশি চালিয়ে প্রায় ৩৩৮ কেজি গাজা উদ্ধার করে। অভিযানে ছিল আমবাসা থানার পুলিশ সহ টিএস আর, আসাম রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানরা । গাড়িটি আগরতলা থেকে আসামের উদ্দেশ্যে যাচ্ছিল। এদিকে আমবাসা থানার ওসি অনুপম দাস জানায় উদ্ধারকৃত গাজার বাজার মূল্য প্রায় 35 লক্ষ টাকা। এছাড়া এই গাঁজা বোঝাই লড়ি থেকে দুজনকে গ্রেফতার করে আমবাসা থানায় নিয়ে যায়।

Exit mobile version