জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার গোপন খবরের ভিত্তিতে রাজধানীর পূর্ব থানার অন্তর্গত গোলবাজার ফাঁড়ির পুলিশের বড় সাফল্য। এদিন সংবাদমাধ্যমকে, আশ্রমের অনুষ্ঠানে আইন শৃঙ্খলা বজায় রাখার উদ্দেশ্যে বেরোলে অবৈধ বিলেতি মদ পাচারের কথা জানতে পেরে রাজধানীর নেতাজি রোডে পাচারকারীদের আটক করে মদগুলি আটক করতে সক্ষম হন বলে জানান গোলবাজার ফাঁড়ির পুলিশ আধিকারিক মঙ্গেশ পাটারী, যার বাজারমূল্য ৭০ থেকে ৮০ হাজার টাকা হবে বলেও জানানা তিনি।