জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরি যাওয়া বাইক উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল আমতলী থানার ওসি। এদিকে নিজের হারানো বাইক ফিরে পেয়ে বেজায় খুশি যুবক সুমন দাস। ধন্যবাদ জানিয়েছে আমতলী থানার ওসিকে। উল্লেখ্য গত 4 নভেম্বর আমতলী থানার পুলিশ রাজধানীর মতিনগর এলাকার হৃদয় মিয়ার বাড়ি থেকে দুটি বাইক উদ্ধার করেছিল। পুলিশ জিডি এন্ট্রি মূলে বিলোনিয়ার সুমন দাসকে ডেকে পাঠিয়েছিল বাইকটি সনাক্ত করার জন্য। রবিবার সুমন থানায় এসে বাইকটি সনাক্ত করে নিয়ে যায়।