জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পলিটেকনিক ইন্সটিটিউট নরসিংগড় বর্তমান টি.আই.টি র এক্স স্টুডেন্টস ফোরামের “তৃতীয় বার্ষিক সাধারণ সভা’ অনুষ্ঠিত হবে 6 নভেম্বর।রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনের ২ নং হলে আয়োজিত তৃতীয় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকবেন পলিটেকনিক ইন্সটিটিউট বর্তমান ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ সহ ইন্সটিটিউটের প্রাক্তন অধ্যাপকেরা। উল্লেখ্য নরসিংগড়স্থিত পলিটেকনিক ইন্সটিটিউট বর্তমান ত্রিপুরা ইন্সটিটিউট অব টেকনোলজির রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। এই ইন্সটিটিউটের অনেক ছাত্র-ছাত্রী রাজ্যে-বহিঃরাজ্যে এবং বিদেশে সুনামের সাথে কাজ করছে। নিজেদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে কোভিডকালীন পরিস্থিতিতে লকডাউনের সময় ফোরামের সদস্যরা রাজ্যের বিভিন্ন এলাকায় সেবামূলক কাজ করেছে। বার্ষিক সাধারণ সভার মাধ্যম ফোরামের সদস্যরা আগামীদিনগুলোতে তাদের বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি ও কর্মকাণ্ড নির্ধারণ করবে।আগামী ৬ই নভেম্বর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বার্ষিক সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য ইন্সটিটিউটের সকল প্রাক্তনীদের ফোরামের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।