জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চুরির অভিযোগ পাওয়ার আড়াই ঘন্টার মধ্যেই চুরি যাওয়া গাড়ি উদ্ধার করেছে এডি নগর থানার পুলিশ। ভট্ট পুকুরের ক্ষিতীশ সরকার নামে এক ব্যক্তির গাড়ি চুরি হয়ে গিয়েছিল প্রতাপগড় ব্রিজ সংলগ্ন এলাকা ড্রাইভার এর বাড়ি থেকে। সকালবেলা নির্দিষ্ট স্থানে গাড়ি না পেয়ে এডি নগর থানায় জানানো হয় বিষয়টি। পুলিশ তড়িঘড়ি ময়দানে নেমে আড়াই ঘন্টার মধ্যে গাড়িটি উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছে। পুলিশের সক্রিয়তায় গাড়িটি উদ্ধার হওয়ায় মালিক ক্ষিতীশ সরকার পুলিশের ভূয়শী প্রশংসা করেন।