জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দ্বীপ ভট্টাচার্য নামে 22 বছর বয়সী এক যুবককে চুরির অপরাধে গ্রেপ্তার করে পূর্ব থানার পুলিশ। সে গত 23 শে অক্টোবর রাতে গণরাজ চৌমুহনী এলাকার ডাক্তার মৃদুল দাসের চেম্বারে জানালার গ্রিল কেটে ঢুকে বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস চুরি করে নিয়ে যায়। পরদিন থানায় অভিযোগ দায়ের করেন ডাক্তার দাস। এই অভিযোগ মূলে পূর্ব থানার পুলিশ তদন্তে নেমে সিসিটিভির ফুটেজ ঘেঁটে দ্বীপ ভট্টাচার্যকে চিহ্নিত করে এবং আটক করে। সদরের এস ডি পি ও অজয় কুমার দাস জানান তাকে পুলিশ রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ চালানো হবে এবং তার সঙ্গীদের গ্রেফতারের চেষ্টা করব।