জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কংগ্রেস ও বিজেপির পার্টি অফিসে ভাঙচুর করেছে দুস্কৃতিকারীরা। একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি। আক্রমণ পাল্টা আক্রমণ, আহত বেশ কয়েকজন , মামলা গড়ালো থানায়।রাজনৈতিক উত্তেজনায় থমথমে পরিবেশ।উদয়পুর বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর। উদয়পুর বাগমা বাজারে শুক্রবার রাতে কে বা কারা বাগমা বাজারে বিজেপি ও কংগ্রেসের অফিস ভাঙচুর করেছে বলে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দুইদলের পক্ষ থেকে জানানো হয় প্রতিদিনের মতো শুক্রবার রাতে দলীয় কাজ সেরে যে যার মতো করে দলীয় কর্মীরা বাড়িতে চলে যায়। শনিবার সকালে বাগমা বাজারের ব্যবসায়ীরা ও পথচারিরা দুই রাজনৈতিক দলের অফিস ভাঙচুর দেখে দুই দলের নেতাদের খবর দেয়। রাজনৈতিক নেতারা এসে পরিস্থিতি দেখে একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন। খবর পেয়ে বাগমা ফাঁড়ী থেকে পুলিশ ছুটে আসে। পরিস্থিতি অনুকূলে না থাকায় রাধাকিশোরপুর থেকে ওসি বাবুল দাশ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। এদিকে এক গাড়ীর চালকের অভিযোগ তার একটি অটো গাড়ী ভাঙচুর করা হয়। বিজেপি ও কংগ্রেসের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান দুই দলের নেতৃবৃন্দ | এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে মহকুমা পুলিশ আধিকারিক নিরুপম দত্ত রয়েছেন। এখনও এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।